শুভ পঁচিশে 

কলমে সঞ্চিতা 

এসেছে পঁচিশে বৈশাখ!

আকাশে উঠেছে সোনার রবি,

মনের মাঝে মোদের রবি। 

দেখতে দেখতে পেরিয়ে গেল 

এতগুলো বছর!

তুমি চলে গেছ !

তোমার দেখা তো পাইনি।

শুধুমাত্র বাবার ভাবনায়,

মায়ের ভাষায়, শিক্ষার আলোয় 

তোমায় চিনেছি, জেনেছি।

তবে তোমায় বোঝা 

আজও আছে বাকি!

নতুন দিনে, নতুন সময়ে 

বারবার নবরূপে এসেছো।

তুমি কত কিছু জানো!

সুর-তাল-লয়-জ্ঞান যেমন 

শিউলির সুষমা

 প্রকৃতি-সাহিত্য-ইতিহাস

তেমনি কাশের গুচ্ছ!

ছোটোনদী থেকে খোয়াই,

রাঙ্গামাটি থেকে ইউরোপ, 

নিরুপমা থেকে চন্দরা,  

ফটিক থেকে গোরা- 

কত অবাধ যাতায়াত তোমার!

সৃষ্টি তোমার জগতজোড়া।

অজ্ঞাত কোনো গুহা থেকে 

যে আলো তুমি নিয়ে এসেছিলে 

আমাদের তরে, আমাদের সুখের,

দুখের, আশা, নিরাশার, 

প্রদীপ হাতে নিয়ে;

আজ আবার পথ চলা 

শুরু হবে তোমার দেওয়া পথে। 

শতজীর্ণ সমাজ, দুর্বল মেরুদণ্ড, 

বিপথগামী ভাবনা ব্যর্থ হোক! 

পূর্ণতা পাক পঁচিশে!

সফল হোক পঁচিশে!

দীর্ঘায়ু হবে পঁচিশে!