পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হোল। 

এবার মাধ্যমিক পরীক্ষায় সব মিলিয়ে ৯ লাখ ৬৯ হাজার ৪২৫ জন ছাত্রছাত্রী বসেছিল। তার মধ্যে পাশ করেছে ৮ লাখ ১৪ হাজার ৪৪০ জন। এদের মধ্যে নিয়মিত পরিক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ৯১ হাজার ৮৮ জন। ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ১ লাখ ২৭ হাজার ৭১৬ জন।

অপরদিকে পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মধ্যে ৭ই মে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। পরীক্ষায় বসেছিল মোট ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। পাশ করেছে ৯০.৭৯ শতাংশ। চলতি বছরই বার্ষিক পরীক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিকের শেষ রেজাল্ট প্রকাশিত হলো। প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল, দ্বিতীয় কোচবিহারের তুষার দেবনাথ, তৃতীয় স্থানে হুগলির রাজর্ষি অধিকারী।