নবান্ন
অরিক যশ
চতুর্থ শ্রেণি, হরিবাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়
শরৎ শেষে হেমন্ত আসে
মজা লাগে মনে,
ধানের গোলা ভরে ওঠে
নতুন নতুন ধানে।
ঘরে ঘরে নবান্ন হয়
নতুন চালের পায়েস দিয়ে।
নতুন ধানের চালের তৈরি
খৈ মুড়ি অন্ন,
সোনার বাংলায় ফলবে সোনা
হবে উৎসব নবান্ন।