ঘুমোয় না ঘুম ইস্টিসন
অরুণ কুমার চক্রবর্তী
ছোটো ট্রেন, ন্যারো গেজ
হুস হুস, পাহাড়ের গায়ে
হই হই উঠে যায়
ছোটো চাকা পায়ে
আঁকাবাঁকা ট্রেন পথ
পাশে চলে রাজপথ
ছুট ছুট গাড়ি বাস
সাব্বাস সববাস
হই হই ছুটছে
মাথায় মেঘের দল
রোদ্দুর লুটছে
চারপাশে ঘরবাড়ি
ঘুরে ঘুরে পাহাড়ের গা বেয়ে
ওপরেই উঠছে
পার হলো শুকনা
পার হলো রংটঙ
যাকনা যাকনা
কোথা যাবে যাকনা
চারপাশে বড়ো বড়ো
পাহাড়িয়া ঢেউ
চুপচাপ চুপচাপ
কারা থামলো ওদের
জানে নাকি কেউ
ঘুরছে ঘুরছে
ঘুরে ঘুরে উঠছে
টেনের কালো ধোঁয়া
হই হই উড়ছে
রাস্তায় বাড়ি থেকে
ছোটো ছেলেমেয়েরা
কচি হাত নাড়ছে
সব বাড়ি,ফুল ফুল,
ফুলেলা সাজানো
লাইনে গড়ায় গাড়ি
রেলপথ বাঁকানো
একটু একটু যেন
শীত শীত করছে
নরম গরম জামা
কার গায়ে চড়ছে
ঐ দূরে মুখ তোলে
কাঞ্চনজঙ্ঘা
সূর্যের হাত হাতে
রঙে রঙে রঙ্গা
ঐ বুঝি এলো এলো
ঐ উঁচু ঘুম এলো
আর নেই টেনশন
জেগে আছে সেজে আছে
ঘুম ইস্টিসন....