সকালবেলার গান
অসীম ঘোষ
রাত চলে গেছে,
সকাল হয়েছে;
সূর্য উঠেছে লাল-
ঘুম ভেঙে গেছে,
আলোক এসেছে;
কাটবে দুখের কাল।
নাই তো আঁধার,
বিপদ নামার,
চারিদিকে আলো ফোটে-
এটাই জীবন,
জেনো শুভক্ষণ-
খুশির খবর ছোটে।
ঘুম ভেঙে ওঠো,
সবে কাজে ছোট-
কাজই ধর্ম জেনো,
কর্ম জগৎ-
অনেক মহৎ,
জীবনের বানী মেনো।
আর ঘুম নয়,
সময়ের লয়,
এবার সবাই জাগো-
পাখিদের গানে
খুশি নিয়ে প্রানে,
সুখের শয্যা ত্যাজ।
সকালের আলো
লাগে বড়ো ভালো,
নরম মিষ্টি রোদ-
সব কালো দূর,
বাঁচবার সুর-
বিপদের প্রতিরোধ।