বাংলা ও বাঙালি
ব্রতনীতা চ্যাটার্জ্জী
চতুর্থ শ্রেণি, হরিবাটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়
বাঙালি আমি, বাঙালি তুমি,
প্রশ্ন শুধু একটাই
বাঙালি হয়ে করছি কেন
ইংরাজির বড়াই।
মানুষ হয়েছি তাইতো
কোনঠাসা বাংলা,
বাচ্চাদের আর নাম রাখে না
অমল, শ্যামলি, কমলা।
বাচ্চাদের শেখাও কেন
‘ইংলিস ইজ ফাইন’
বেঙ্গলিতে কম নাম্বার
নেভার মাইন্ড নেভার মাইন্ড।
বেঙ্গলিতো খারাপ,
সাবজেক্টটাই বাজে,
গর্ধবেরা বোঝেনা কেন
বাংলা বুকের মাঝে।
আজও দেখি যেতে আসতে
বাঙালি অপমানিত,
বাঙালি কি কখনো কোথাও
হবে না সম্মানিত?