নবান্ন

দিয়া বাগ

নবম শ্রেণি, মোহনপুর হাই স্কুল

নবান্ন মানে অঘ্রাণের

হালক শীতের বাড়ি,

নবান্ন মানে সুঘ্রাণের

পেট পুজোর বাড়ি।

নবান্ন মানে খেজুর গুড়ের গন্ধ-

নবান্ন আনে সবার জীবনে ছন্দ।

চিঁড়ে,কলা,ক্ষীর,দুধ, মিষ্টি-

কলাপাতায় কী অপরূপ সৃষ্টি ।

মধ্যাহ্নে ন’রকম ভাজা আহারে,

নতুন চালের পায়েস তো বেশ,

 বাহারে!

নবান্ন মানে অন্নপূর্ণা মা-

নবান্নে যে আনন্দ ধরে না।

নবান্ন হয় পল্লীর ঘরে ঘরে-

নতুন ধান্যে সকলের গোলা ভরে।