দাবায় বিশ্বজয় গুকেশের
বিশ্বনাথন আনন্দ এর পর ভারতবাসী পেল নতুন এক বিশ্বচ্যাম্পিয়নকে।
১৮ তম বিশ্ব দাবায় গতবারের চ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে হারিয়ে রেকর্ড গড়লেন ভারতের গুকেশ ডোমারাজু। দাবায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৮ বছর বয়সেই গড়লেন বিশ্বজয়ের রেকর্ড। চেন্নাইয়ের বাসিন্দা এই ভারতীয় দাবাড়ু ১২ই ডিসেম্বর চীনের ডিং লিরেনকে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের (World Chess Championship) ফাইনালে হারিয়ে জিতে নিলেন খেতাব। এতদিন পর্যন্ত রাশিয়ার দাবাড়ু গ্যারি কাসপারভ ছিলেন সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন। তখন তার বয়স ছিল ২২। লিরেনের বিরুদ্ধে ১৪ গেমের ম্যাচের বেশিরভাগটাই চলছিল ড্র এর দিকেই। তবে শেষ রাউন্ডে জিতে ৭.৫-৬.৫ ব্যবধানে কিস্তিমাত করলেন গুকেশ। ১৪ তম ম্যাচ শুরুর আগে আগের ১৩ টি ম্যাচে প্রথমে একটি ম্যাচ জেতেন গুকেশ। যদিও পয়েন্টে এগিয়ে থাকার স্থায়িত্ব ছিল খুব কম। অভিজ্ঞ ডিং একটি ম্যাচ জিতে আবারো পয়েন্ট সমান সমান করে নেন। এরপর আবার ড্রয়ের পর ড্র। ১৪তম তথা শেষ ম্যাচের শেষের দিকেও মনে হচ্ছিল আবারো ড্র এর দিকেই চলছে ম্যাচ। কিন্তু হঠাৎই ছন্দপতন। অতি সহজ একটি চালে ভুল করলেন ডিং এবং পরক্ষণেই বুঝতে পারলেন এ ভুল শোধরাবার নয়। গুকেশ সুযোগ হাতছাড়া করেননি। কালো ঘুঁটি নিয়ে খেলেও ম্যাচটি জিতে ফেলেন। ফলে ডিং লিরেন এর সাথে তার পয়েন্টের ব্যবধান দাঁড়ায় ১। গুকেশ সিঙ্গাপুরে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব তো জিতেছেনই সঙ্গে জিতেছেন অর্থ পুরস্কারও। গুকেশ পান ১৩.৫ লক্ষ ডলার বা ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। অন্যদিকে হেরে গেলেও চীনের দাবাড়ু লিরেন পেয়েছেন ৯ কোটি ৭৫ লক্ষ টাকা। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন