তাই ব’লে কি ?
সুনীতি মুখোপাধ্যায়
আজ-কে শুধু আজ না বলে
বলতে শেখো, অদ্য,
ছড়া বলে, আমাকেও তো
বললে পার, পদ্য,
গল্প বলে, জানো বোধহয়,
আমারই নাম গদ্য?
আগুন বলে, কে না জানে,
আমারই নাম অগ্নি,
বোন বললে, ঠিক তেমনই
আমার নামই ভগ্নি।
বন বললে, জানিস তো রে,
বন থেকে বন্য?
মন বললে, ভাল্লাগে না,
মনেই মতিচ্ছন্ন।
আওয়াজ বলে, এই শুনে রাখ,
আমারই নাম শব্দ,
জবা বলে, তাই বলে কি
জবা থেকে জব্দ?
শ্রী সুনীতি মুখোপাধ্যায় এর এই ছড়াটি কিশোর জগৎ শারদ সংখ্যা ২০২৪ এ থাকার কথা ছিল। কিন্তু কিছু মুদ্রণজনিত ত্রুটির কারণে এটি বাদ পড়ে যায়। নভেম্বর-ডিসেম্বর সংখ্যায় ছড়াটি দেওয়া হোল। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী।
—সহ সম্পাদক, কিশোর জগৎ