রবিঠাকুর রাগ করবেন
অভিমন্যু চ্যাটার্জী
দ্বাদশ শ্রেণি, রামকৃষ্ণমিশন বিদ্যাপিঠ, পুরুলিয়া
দ্বাদশ শ্রেণি, রামকৃষ্ণমিশন বিদ্যাপিঠ, পুরুলিয়া
আজ ট্রেন্ডিং হয়ে গেছে
যেন ইংরেজি মাধ্যম,
মাতৃভাষা যাকগে চুলোয়
ইংরেজির আছে দাম।
আগে বাংলার খোকাখুকুরা
অ-এ অজগর মুখে,
সহজপাঠ - বর্ণপরিচয়
পড়ত পরম সুখে।
চাঁদমামা আর শুকতারা
ছিল শিশুদের সহযাত্রী
মায়ের গাওয়া বাংলাগানে
কেটে যেত কত রাত্রি।
কিন্তু হায়রে সেসব দিন
আজ হায় তারা ইতিহাস
ছাব্বিশ অক্ষরে ঢাকা পড়ে গেছে
এই বাংলার নীলাকাশ।
মাতৃভাষার নেই কোনো শোভা
ইংরেজিতেই আছে কত
কুশিক্ষা এই পাচ্ছে সকলে
বিষবাষ্পের ঘোর ক্ষত।
বুড়ো আংলা রূপকথা বাজে
ভালো সে ‘হ্যারি পটার’
সহজপাঠের জলাঞ্জলি
হাতে ইংলিশ গ্রামার।
বাংলা গানের কলির চেয়ে
‘শেপ অফ ইউ’ বেশি ভালো
অ-এ অজগর না বলে
তুমি ‘এ ফর অ্যপল’ বলো।
উপেক্ষা করে যাত্রাপালা
দেখ ইংলিশ থিয়েটর,
জাঙ্গল বুক বেজায় ভালো
খারাপ চাঁদের পাহাড়।
পড়ছ ওয়ার্ডসওয়ার্থের কাব্য
সরিয়ে রবীন্দ্রনাথ
বাংলায় খোকা ফেল করেছেন
ইংলিশে বাজিমাত।
ইংরেজি ভাষা করবে চর্চা,
দোষ কোনো নেই তাতে
কিন্তু মাতৃভাষাকে ছাড়লে
সে ফল পাবেই হাতেনাতে।
কেন নিজভাষা উপেক্ষা করে
পরভাষা করো চর্চা?
বাংলার আছে লৌহখনি
ধরিয়ো নাকো মরচা।
হাতে তুলে নাও রূপকথা
আর তুলে নাও শুকতারা
ভুলো না তোমার সন্ধ্যাকিশোর
লুই ফন্সির বাড়া।
ওহে ইংরেজি প্রেমি বাংরেজদল
নকলনবিশ যতেক হায়
রবিঠাকুর যে রাগ করবেন
ফিরে এসো বাংলায়।