বৃষ্টি
অনুপম ঘোষ
ষষ্ঠ শ্রেণি, মোহনপুর উচ্চ বিদ্যালয় (উ: মা:)
ষষ্ঠ শ্রেণি, মোহনপুর উচ্চ বিদ্যালয় (উ: মা:)
সকাল থেকেই আজ বৃষ্টি
দেখতে লাগছে খুব মিষ্টি।
প্রকৃতির কী অপরূপ সৃষ্টি
চোখ ভরে দেখি এই কৃষ্টি।
আজ হচ্ছে খুব মজা
হবে খিচুড়ি সাথে ডিম ভাজা।
এবার শুরু হবে চাষবাস
চারদিকে সবুজ পাতা, ঘাস।
ঝমঝম ঝিরঝির
হাওয়া বয় শিরশির
ভালোবাসি বৃষ্টি
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি।