উৎসব
অসীম ঘোষ
নতুন পোশাকে শিশুরা যখন করে ওঠে কলরব
শত ব্যথা ভুলে শুরু হয়ে যায় আমাদের উৎসব।
উৎসব মানে হাসিখুশি আর মজা শুধু রাশি রাশি-
ছেলে থেকে বুড়ো সকলেই উৎসব ভালোবাসি।
উৎসব আনে কাজের জগতে দু’দিনের বিশ্রাম,
মনের মাঝে ঢাক- ঢোল বাজে মেতে উঠি অবিরাম।
উৎসবে বাজে বিভেদের মাঝে মিলনের মহা সুর-
সব ধর্মের মানুষের মাঝে উৎসব ভরপুর।
আকাশে-বাতাসে বাজে শুধু এক আনন্দের বাঁশি-
সে বাঁশির সুরে সব কিছু ভুলে উৎসব মাঝে আসি।
দুর্গাপূজায় হিন্দুর সাথে মুসলিমও মেতে ওঠে,
মুসলিমদের ঈদ- মহরমে হিন্দুরা এসে জোটে।
খ্রিস্টানদের বড়োদিন তো সবাকার উৎসব-
সর্বধর্ম সমন্বয়ের এক মহান অনুভব।
যার যে ধর্ম সে ধর্ম তার অন্তর মাঝে থাক-
বিভেদের মাঝে উৎসব হয়ে উঠুক সবাকার।
উৎসবে যেতে কোন শিশু যদি নতুন জামা না পায়,
চোখের কোনে অশ্রু লুকিয়ে এদিকে ওদিকে চায়,
তাকে ডেকে আনো উৎসব মাঝে-
ভরে দাও তাকে নতুনের সাজে,
তোমার খুশির একটু ঝিলিক সেও মন ভরে পাক-
উৎসব দিনে ধনী- গরীবের ব্যবধান ঘুচে যাক।