বন্ধু
ব্রতনীতা চ্যাটার্জী
পঞ্চম শ্রেণি, হরিবাটি উন্নত প্রাথমিক বিদ্যালয়
পঞ্চম শ্রেণি, হরিবাটি উন্নত প্রাথমিক বিদ্যালয়
বন্ধু মানে হাজার বিকেল লুকোচুরি খেলা
বন্ধু মানে দুষ্টু মিষ্টি সবার ছোটোবেলা।
বন্ধু মানে স্কুলে যাওয়া
বন্ধু মানে টিফিন খাওয়া।
বন্ধু মানে পূর্ণিমার চাঁদ —
বন্ধু মানে অসীম নদীর বাঁধ।
বন্ধু মানে শরতের আকাশ
বন্ধু মানে পৌষ মাস।
বন্ধু মানে হিংসা নয়,
বন্ধু মানে কুস্তি নয়।
বন্ধু মানে নীল আকাশে দু’টি পাখির মুক্তি।
বন্ধু মানে সবার কাছে ভালোবাসার যুক্তি।