বাবা
দিয়া বাগ
দশম শ্রেণি, মোহনপুর উচ্চ বিদ্যালয়
দশম শ্রেণি, মোহনপুর উচ্চ বিদ্যালয়
বাবা ডাকটি সর্ব শ্রেষ্ঠ
বাবা ডাকটি মধুর
বাবা মানে স্নেহের চাদর
বাবা স্নেহ বিধুর।
বাবার কাছে সবার আগে
আঙুল ধরে হাঁটতে শেখা
বাবার কাছে শেখা প্রথম
আমার অ আ ক খ লেখা।
মনে পড়ে সোনালী সেই
ছেলেবেলার দিনগুলি
বাবার কাছে খেলার ছলে
যাদুর মতো শেখা বুলি।
যে বিষয়টি আমার
লাগে না কখনো ভালো
বাবা তখন বুঝিয়ে দিলে
দূর হয়ে যায় সকল কালো।
বাবা তুমি সারাদিন
করছো কত পরিশ্রম
দিনের শেষে তোমার আজ
সর্বশক্তি অতিক্রম।
তুমি মানে আমার কাছে
ভোরের পাখি গুনগুনানি
তুমি মানে হাজার সকাল
লক্ষ আলোর ঝলকানি।
বাবা তুমি আমার বাবা
সবকিছুতেই সেরার সেরা
কাজের শেষে হাসিমুখেই
আমার কাছে তোমার ফেরা।
বাবা ডাকটি আমার কাছে
নতুন ভোরের নতুন আশা
বাবা তোমায় কাছে পেয়ে
পেয়েছি স্নেহের ভালোবাসা।
বাবা মেয়ের স্নেহের জগৎ
চিরকাল থাকবে জানি,
বাবার মেয়ে আমি যেমন
বাবাকে আমার ছেলে মানি।