ঘুম পাড়ানী মাসি পিসি
প্রত্যুষা মণ্ডল
নবম শ্রেণি, বীজপুর নেতাজী শিক্ষা নিকেতন
নবম শ্রেণি, বীজপুর নেতাজী শিক্ষা নিকেতন
ভয় করছে? এই বুঝি সব
কালো মেঘেই দিচ্ছে ঢেকে
আঁধার যে খুব!
একলা বসে কম্পিত হাত
কলমটা আজ কোথায় যেন
দিয়েছে ডুব।
বই এর তাকে বই যেন সব
উপচে পড়ে মাথার ওপর
মন বসে না।
খুঁজছি খুব ক’দিন
চাঁদের বুড়ি আকাশ পানে
আর আসেনা।
বুদ্ধু ভুতুম, ঘুমিয়ে গেল
গল্প বইয়ের পাতার ফাঁকে
চুপটি করে।
ঘুমপাড়ানি মাসিপিসি
আর আসেনা ঘুম দে’ যেতে
আমার ঘরে।