সলিল সাংস্কৃতিক প্রতিযোগিতা
৫ টি অঞ্চল থেকে ১১০ জন
৮ ই জুন পূর্ব বর্ধমান জেলার কিশোর বাহিনীর পরিচালনায় সলিল সাংস্কৃতিক প্রতিযোগিতা বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হোল। ৫ টি অঞ্চল থেকে ১১০ জন ভাই- বোন অঙ্কন, আবৃত্তি, সঙ্গীত, একক নৃত্য ও সমবেত নৃত্যে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরুর পূর্বে হয় প্রারম্ভিক উদ্বোধনী অনুষ্ঠান। বাহিনীর পতাকা উত্তোলন করেন জেলার প্রধান পরিচালক গৌতম মজুমদার মহাশয়। শপথ বাক্য পাঠ করান জেলার মুখ্য সংগঠক শরৎ কুমার বাগ মহাশয়। উপস্থিত ছিলেন কিশোর বাহিনীর রাজ্য কমিটির মুখ্য সংগঠক পীযূষ ধর, জেলা কমিটির সদস্য সীমা মণ্ডল, উত্তম দাস, সুধীর ধারা, দিলীপ মণ্ডল ও শুভঙ্কর দে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। প্রথম হওয়া প্রতিযোগী রাজ্যস্তরের প্রতিযোগিতায় যাওয়ার যোগ্যতা অর্জন করে।
পলাশডিহা যুব গোষ্ঠী ক্লাবের ব্যবস্থাপনয় জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা
একই দিনে অর্থাৎ ৮ই জুন পশ্চিম বর্ধমান জেলা কিশোর বাহিনীর উদ্যোগে পলাশডিহা যুব গোষ্ঠী ক্লাবের ব্যবস্থাপনয় অনুষ্ঠিত হল জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা। জেলার ৬টি অঞ্চল থেকে দুই শতাধিকেরও বেশি প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল ৮.৩০ থেকে দুর্গাপুর সিটি সেন্টার থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষ হয় প্রতিযোগিতাস্থলে। এরপর বাহিনীর পতাকা উত্তোলন করেন রাজ্য মুখ্য সংগঠক পীষূষ ধর। জেলা কমিটির প্রধান পরিচালক নিরঞ্চন পাল ও মুখ্য সংগঠক প্রবোধ মণ্ডল সহ অঞ্চল ও জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।