ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা

ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলো ভারত। ১২ই জুন ২৪২ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি এয়ার ইন্ডিয়ার বিমান আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। লন্ডন গ্যাটউইকগামী ফ্লাইট নম্বর এআই ১৭১ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি টেকঅফের সময় বিধ্বস্ত হয়। দুপুর ১.৩৮ মিনিটে এই ঘটনা ঘটে। বিমানের যাত্রী ও ক্রুসহ ২৪১ জন নিহত হন। তবে বিশ্বাস কুমার রমেশ নামে ১১এ সিটের একজন যাত্রী আশ্চর্যজনকভাবে বেঁচে যান। বিমানটি বিমানবন্দর ছাড়িয়ে একটি ডাক্তারদের হোস্টেলে গিয়ে ভেঙে পড়লে কয়েকজন ডাক্তার ও স্থানীয় মানুষসহ আরো কিছু মানুষও দূর্ঘটনার শিকার হয়।


দক্ষিণ আফ্রিকার আইসিসি শিরোপা

অন্যদিকে এক অনন্ত প্রতীক্ষার বুঝি শেষ হল। ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা মানেই হৃদয় ভাঙার সব গল্প বিশ্বকাপে। শুরু সেই ১৯৯২ সালের বিশ্বকাপ থেকে। বলার মতো পারফরম্যান্স ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপ জয়। বড় মঞ্চে তাই ‘চোকার্স’ নামও জুটেছিল তাদের। অবশেষে ১৪ই জুন ২৭ বছরের খরা কাটিয়ে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে তেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা আইসিসি শিরোপা জিতে নেয়। আইডেন মার্করাম এর ১৩৬ রানের ইনিংস এনে দেয় দারুণ এক জয়।