বৈশাখের ডাক
অসীম ঘোষ
ঐ আসে বৈশাখ-
চারিদিকে শুনি ডাক-
আগুনের বান ছুটে আসে,
দারুণ গ্রীষ্ম তাই হাসে।
শুধু কি প্রখর তাপ?
নিদারুণ পরিতাপ?
আর কিছু নয়?
নাই নাই ভয়।
জীবনের উষ্ণতা,
বাঁচবার ব্যাকুলতা,
প্রখর সূর্য করে দান
বৈশাখ রাখে অবদান।
বৈশাখ দেয় ডাক-
নতুন মুক্তি পাক-
ঘুচে যাক জড়তার জ্বর,
বৈশাখে করি নির্ভর।
বৈশাখ মানে রবি কবি,
এঁকেছেন কবিতায় ছবি,
জন্মেছেন এই খরা মাসে,
এমাসের পুন্য পঁচিশে।
পঁচিশে বৈশাখ ডাক দিয়ে যায়-
আয় সবে ছুটে ছুটে আয়,
জীবনের আনন্দ লুটে নে-
মরনের দুঃখ ভুলে।
ভুলে যা দারুণ অগ্নিবান,
রাখিস না বৃথা অভিমান;
জীবনে জীবন যোগ কর-
জীবনকে সুরে সুরে ভর।