নববর্ষ 

কলমে সঞ্চিতা

নতুন বছর

যেন তাজা ফুলের সুবাস।

নতুন বছর 

নতুন দিনের আভাস। 

নতুন বছর, নতুন দিন 

মনে তারে বাজায় বিন।

আনে নতুন স্বপ্ন,

বেঁচে থাকার প্রেরণা।

কারো মনে থাকে 

বাঁধভাঙা উচ্ছ্বাস!

কেউবা পথে বসে 

শুধুই ফেলে শ্বাস,

নতুন বছরেও

কারো জোটে ভিক্ষা! 

কারো কাছ থেকে আবার 

কেড়ে নেওয়া হয় ভিক্ষা!

নতুন বছর শপথ নেওয়ার দিন।

নতুন বছরও প্রতিবাদের,

ছিনিয়ে নেওয়ার দিন।

নতুন বছর আশার,ভরসার দিন।

চাওয়া-পাওয়া, হিসেব মেলানোর দিন।

ঢেউ উঠেছে, পালে লেগেছে হাওয়া!

আকাশে ঘন কালো মেঘ ।

কালবৈশাখী নেই, তবু এ বৈশাখে 

কাল এসেছে নেমে।

সব হারানোর ব্যথা আছে,

বিবেক আজ নিশ্চিহ্ন। 

মান হারা মানবী আজ 

পথের ধুলায় লাঞ্ছিত! 

জঠরের যন্ত্রণা আজ 

হারিয়েছে তার গুরুত্ব। 

তবু লেখা হয় হালখাতায়। 

তবু হয় মিষ্টি মুখ!

মানুষ তো! তাই সব ভুলে 

নতুন বছরের নতুন দিনে 

নতুন সূর্যের আলোয় 

প্রাণ খুঁজে পেতে চায়।

নব কিরণে চোখ ধাঁধিয়ে 

ভালোবাসার সুরে মন রাঙায়।

এসো নতুন! এসো বৈশাখ!