প্রতিষ্ঠা দিবস পালন

এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে জিব্রাল্টার প্রণালী জয় করলেন পূর্ব বর্ধমানের সায়নী দাস। করলেন বিশ্ব রেকর্ডও।  জার্মানির সাঁতারু কনরাড পল হারবার্টের রেকর্ড ভেঙে মাত্র ৩ ঘন্টা ৫১ মিনিটে অতিক্রম করলেন স্পেনের তারিফা থেকে আফ্রিকার মরক্কোর ট্যাঙ্গার পর্যন্ত ১৫ কিমি পথ। সায়নীর লক্ষ্য জাপানের সুগারু প্রনালী জয় করে সপ্ত সিন্ধু জয় করে নেওয়ার। উল্লেখ্য, সায়নী ছিলেন কিশোর বাহিনীর সদস্যা। সংগঠনের আবহেই বড় হয়ে ওঠা।


সায়নীর  বিশ্বরেকর্ড

৫ ই এপ্রিল বনপাশ কিশোর বাহিনীর সুকান্ত শাখার ময়দানে কিশোর বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালিত হলো। বাহিনীর পতাকা উত্তোলন করেন শাখার প্রধান পরিচালক অসীম কুমার ঘোষ। শপথ বাক্য পাঠ করায় কিশোর বাহিনীর ভাই অর্চিষ্মান ঘোষ। উপস্থিত ছিলেন  পূর্ব বর্ধমান জেলার মুখ্য সংগঠক শরৎ কুমার বাগ ও শাখার মুখ্য সংগঠক উজ্জ্বল কুমার ঘোষ। কবিতা আবৃত্তি  ও বাহিনী সঙ্গীত পরিবেশিত হয়। ভাই, বোন, সংগঠক ও অভিভাব- অভিভাবিকা নিয়ে প্রায়  ষাট জন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।


৪১ তম প্রতিষ্ঠা দিবস

কিশোর বাহিনীর ৪১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিত্রমেলা কিশোর বাহিনী আয়োজন করে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাহিনীর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন করেন প্রধান পরিচালক তারাশঙ্কর রায়। সহযোগিতায় ছিলেন সহ মুখ্য সংগঠক সন্তোষ পাশোয়ান। এরপর শপথবাক্য পাঠ করান মুখ্য সংগঠিকা অর্পিতা দত্ত। মঞ্চের অনুষ্ঠান শুরু হয় সুকান্ত প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে। এরপর  বাহিনী সঙ্গীত পরিবেশিত হয়। মিত্রমেলার যোগাসন বিভাগের সদস্যারা বাহিনী সঙ্গীত পরিবেশন করে। জেলা কিশোর বাহিনীর মুখ্য সংগঠক প্রবোধ মণ্ডল তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে কিশোর বাহিনীর উপযোগিতা ব্যাখ্যা করেন।  এরপর একে একে আবৃত্তি সঙ্গীত যোগাসন প্রদর্শন করে মিত্রমেলার বিভিন্ন বিভাগের সদস্যা সদস্যাবৃন্দ। এদিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল মিত্রমেলার নাটক বিভাগ কর্তৃক পরিবেশিত দুটি পথনাটক ‘আজকের সঞ্চয়, আগামীর সমৃদ্ধি’ (ভাবনা ও সম্পাদনা সুমন দত্ত) এবং ‘সুন্দর পৃথিবীর জন্য’ (রচনা-কৌশিক চট্টোপাধ্যায়, সম্পাদনা ও আবহ সুমন দত্ত)। দুটি নাটকই পরিচালনা করেন মিত্রমেলার মুখ্য সংগঠিকা অর্পিতা দত্ত। প্রায় শ’খানেক দর্শকের উপস্থিতিতে অত্যন্ত সুন্দরভাবে শেষ হয় এদিনের অনুষ্ঠান।


দুর্গাপুর কিশোর বাহিনীর প্রতিষ্ঠা দিবস 

কিশোর বাহিনী দুর্গাপুর ইস্পাত অঞ্চলের সৃষ্টি কিশোর বাহিনী পালন করলো কিশোর বাহিনীর প্রতিষ্ঠা দিবস। ৫ই এপ্রিল মাঠের ২৫ জন ভাই-বোন এবং সংগঠক অভিভাবকদের উপস্থিতিতে শাখার প্রধান পরিচালক কিরণশঙ্কর ঘোষ বাহিনীর পতাকা উত্তোলন করেন। এরপর বাহিনী সঙ্গীত পরিবেশিত হয়। শাখার মুখ্য সংগঠক সমীর বিশ্বাস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাঁর বক্তব্য রাখেন। সব শেষে ভাই-বোনদের মধ্যে পেন ও চকলেট বিস্কুট বিতরণ করা হয়। সমীর বিশ্বাসের পরিচালনায় সুন্দরভাবে পালিত হয় এদিনের অনুষ্ঠান।