নতুন-পুরোনো
সীতানাথ হালদার
নতুন সে তো নতুন-ই
পুরোনো সে পুরোনো,
তবু ফিকে বোতলেতেই
নতুন আশা ভরানো।
পুরনো ঘি দামে বেশি
কামের আসল শর্মা সে,
তেতুল যতই পুরোনো হোক
‘বাঘা’ করিতকর্মা সে,
পুরোনো চাল ভাতে বাড়ে
(তবু)’নতুন’এ লোভ ধরানো
বাসিভাতের ওজন বেশি
গরমএ পেট ভরানো।
নতুন বাড়ির নতুন গাড়ি
নতুন বিয়ের রমরমা
পুরোনো যেই হ’লেক গেল
গমক, যতেক গমগমা
তা বলে কী নতুন আশের
অন্তর্জলী করানো!
নতুন সে তো নব্য নতুন
পুরোনো তাই পুরোনো।
এলেন যে ভাই নতুন বছর
চতুর্দশ আর বত্রিশ
পয়লা বোশেখ হাজির দ্বারে
ছড়িয়ে দেদার শুভাশীষ,
‘আশায় বাঁচে চাষা’ মেনে
উচ্চাশায় মন ভরানো
যা-গেছে তা-গেছে মেনে
নতুন আশা ছড়ানো।