এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে জিব্রাল্টার প্রণালী জয় করলেন পূর্ব বর্ধমানের সায়নী দাস। করলেন বিশ্ব রেকর্ডও। জার্মানির সাঁতারু কনরাড পল হারবার্টের রেকর্ড ভেঙে মাত্র ৩ ঘন্টা ৫১ মিনিটে অতিক্রম করলেন স্পেনের তারিফা থেকে আফ্রিকার মরক্কোর ট্যাঙ্গার পর্যন্ত ১৫ কিমি পথ। সায়নীর লক্ষ্য জাপানের সুগারু প্রনালী জয় করে সপ্ত সিন্ধু জয় করে নেওয়ার। উল্লেখ্য, সায়নী ছিলেন কিশোর বাহিনীর সদস্যা। সংগঠনের আবহেই বড় হয়ে ওঠা।