ছুটে এসে মেঘ দলেরা 

শীতল চট্টোপাধ্যায় 

পাহাড় ওপরে উঠে যখন 

আপন হচ্ছি ফুল ও গাছের,

ছুটে এসে মেঘ দলেরা 

বলল -কর, আপন-কাছের।


মেঘ ঢেকে দেয় সারা শরীর 

কেমন যেন ধোঁয়া-ধোঁয়া,

হাত ধরে যেই টানতে গেলাম 

বলল-দিলাম এইতো ছোঁয়া।


কাছের পাহাড় স্বচ্ছ সবুজ 

দূরের গুলো কালো-কালো,

পাহাড় মাথা ডিঙিয়ে কই 

আসছেনা তো রোদের আলো?


পাহাড় ঢালের বাড়িগুলো 

যেন শিশুর দোলনা ঝোলে,

দূষণহীনে “ভালো আছি”

বুকের ভেতর উঠল বলে।