মাতৃভাষা

অনুপম ঘোষ

ষষ্ঠ শ্রেণি, মোহনপুর হাইস্কুল


বাংলা ভাষা মোদের আশা

বাংলা মোদের মাতৃভাষা

এই ভাষাতে কথা বলা

জীবন পথে এগিয়ে চলা

বাংলা ভাষা মায়ের মতো

ভোলায় মনের দুঃখ যত

এই ভাষাকে আমরা ভালোবাসি

এই ভাষাতেই আমরা কাঁদি

এই ভাষাতেই হাসি।