বসন্ত

অরিক যশ

পঞ্চম শ্রেণি, বনপাশ শিক্ষা নিকেতন

গাছে গাছে নতুন পাতা

ফুল ফুটেছে বেশ,

তবুও আমার মনটা খারাপ

শীত হল যে শেষ।

দোলের দিন মাখব রঙ মাখব আবির

মনে লাগে ছন্দ।

তাইতো আজ কিশোর বাহিনীর মাঠ জুড়ে

দোল উৎসবের আনন্দ।