আ মরি বাংলা ভাষা
কলমে সঞ্চিতা
আমার ভাষা, আমার বোল,
আমার মাতৃভাষা।
আকাশে বাতাসে
প্রাণেতে মনেতে
শুধু তোমার সজাগ ছোঁয়া।
শাল পলাশের উতাল হাওয়া
আমার ধমনীর অক্সিজেন ।
সবুজের আবরণ, কিশলয়ের
এলোমেলো রূপের বাহার
আমার দেহের খিদে।
রক্তদানের পূণ্য ভাবে,
তাজা রক্তে মাটি ভিজিয়ে,
পাওয়া গেছে ভাষার অধিকার।
জীবন মৃত্যু তুচ্ছ জ্ঞানে
উচ্চ শিরে গর্ব ভরে
প্রাণের সুরে জাগালে প্রাণ।
পৃথিবী জানলো বাংলাকে,
বাঙালি মাথা তুলে আপন ভাষায়
পরিচিতি তুলে ধরলো নিজের।
বহু ত্যাগের, দৃষ্টান্তের ধ্বজাধারী
এ অমূল্য প্রাপ্তির অধিকার!
তাই তো বলি গানের সুরে
বাংলা আমার অন্তর জুড়ে।