আজকের একুশ 

কৌশিক চট্টোপাধ্যায় 

বাংলা ভাষা কারো কেনা গোলাম নয়

সে এক স্বাধীন মুক্ত বাতাস 

সে এক উচ্ছ্বল জল তরঙ্গ 

দেশকালের সীমানা মানে না

জাতপাতের তোয়াক্কা করে না

আকাশের বুকে মুক্ত বিহঙ্গ 

বাংলা ভাষা এক প্রতিবাদী চেতনা

সে বড়ই উদার, মায়াবী অঙ্গন

তাই কেবলই একুশে হয় না বাংলার বুক খোলা

শিলচর, পুরুলিয়ার রক্ত বাংলায় দেয় দোলা

শতাব্দী ধরে বহু মাটি মেখে, বহু নদী বেয়ে

শতাব্দী ধরে বহু বহু সাম্রাজ্য মিলেমিশে

আরবী, পার্সী, ফার্সী, উর্দু সব নিয়েও আছি বেশ 

ধর্ম, দর্শন, সমাজ একাকার করেও একটাই বেশ 

এরই মাঝে একুশ এক দমকা হাওয়া

উত্তাল এক সময়ের বিদ্রোহের কথা কওয়া 

একুশ কেবলমাত্র নয় একটি দেশের ও জাতির 

একুশ আজ সম্পদ আপামর বাংলার ও বাঙালির 

আমাদের ভান্ডার আজো আবেগে উছল 

টালমাটাল এই সময়ে থাকতে হবে অবিচল।