ঋতু

রাজন্যা দাস

গরমকাল এলে যেন প্রাণ যায় যায়,

বর্ষা কালটা এলে যেন ভিজতে মন চায়।

শরৎকালে আকাশ যেন নীল সাদাতে মোড়া

হেমন্ত কাল আসলে পরে উঠোন ধানে ভরা।

শীতকালটা চলে এলেই দোলের গন্ধ পায়,

বসন্তকাল আসলে পরে রঙ মাখাবো গায়।