রাজ্য কিশোর বাহিনীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫
২৩শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো কিশোর বাহিনী রাজ্য শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ২০২৫। হালিশহর মল্লিক বাগ সবুজ সংঘের ময়দানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলা প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীরা অংশগ্রহণ করে। পশ্চিম বর্ধমান জেলা থেকে মোট ২২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ঘ বিভাগ বোনেদের ১০০ মি. ও ২০০ মি. দৌড়ে প্রথম স্থান অধিকার করে রিম্পা মান এবং ক বিভাগ ভাই দের স্মৃতি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তৃষাণ সোম। পশ্চিম বর্ধমান জেলা থেকে রাজ্য প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা কার্যকরী পরিষদের সদস্য নিরঞ্জন পাল, বরুণ দে, মিলন কর্মকার, বিনিতা চন্দ, ববিতা কর্মকার, মিহির মজুমদার ও উল্লাস কর দে।
দুর্গাপূর-২ (পূর্ব) অঞ্চল কমিটির উদ্যোগে ভাষা দিবস পালন
দুর্গাপূর-২(পূর্ব) অঞ্চল কমিটির উদ্যোগে ভাষা দিবস পালন করা হয় মুক্তাঙ্গন কিশোর বাহিনীর শাখাতে। বাহিনীর পতাকা উত্তোলন করেন আহ্বায়ক উল্লাস কর দে। শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। ছোট্ট ছোট্ট শিশুদের হাতে খড়ি দেয়ানো হয়। হাতে খড়ি দেয়ান দেশবন্ধু নগর শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা মাননীয়া তুলতুল ব্যানার্জী মহাশয়া। তিনি ভাষা দিবস সম্পর্কে ছোটদের কাছে দু-চার কথা বলেন। গান, নাচ, আবৃত্তি, ছাড়াও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৫৭ জন ভাইবোন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের সকলকে পেন এবং চকলেট দেওয়া হয় এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে পুরষ্কৃত করা হয়। ওই দিন উপস্থিত ছিলেন জেলা কার্যকারি পরিষদের সদস্য শ্রেয়শি সিং, বিনিতা চন্দ, শ্রেয়শি অধিকারী,, অনিকেত রায়।
পূর্ব বর্ধমান জেলার বনপাশ কিশোর বাহিনীর মাতৃভাষা দিবস
২১ শে ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার বনপাশ কিশোর বাহিনীর সুকান্ত শাখার উদ্যোগে কিশোর বাহিনীর মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। প্রথমে কিশোর বাহিনীর পতাকা উত্তোলন করেন শাখার প্রাক্তন সংগঠক প্রদীপ্ত কুমার মণ্ডল মহাশয়। এরপর শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন শাখার প্রধান উপদেষ্টা তথা পূর্ব বর্ধমান জেলার মুখ্য সংগঠক শরৎ কুমার বাগ মহাশয়, শাখার সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ মহাশয়, শাখার প্রধান পরিচালক অসীম ঘোষ মহাশয়। কিশোর বাহিনীর ভাই- বোন ও অভিভাবক- অভিভাবিকাদের দ্বারাও পুষ্পার্ঘ্য অর্পিত হয়। এরপরেই প্রথমে হয় হাতেখড়ি অনুষ্ঠান। প্রায় ১৫ জন শিশুর হাতেখড়ি দেন উপস্থিত শিক্ষক, সংগঠক, অভিভাবক ও বিশিষ্ট জনেরা। এরপর বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়ে যায়। দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ছিল বর্ণ লিখন। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির জন্য ছিল শ্রুতি লিখন। পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির জন্য ছিল তাৎক্ষণিক স্বরচিত সাহিত্য রচনা।
প্রদীপ্ত মণ্ডল ও শরৎ কুমার বাগ মহাশয় ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে খুব সুন্দর বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানটি এলাকার সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত হয়।