রাজ্যে শুরু হোল মাধ্যমিক পরীক্ষা
১০ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হোল মাধ্যমিক পরীক্ষা। ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “এবছর ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে।”
আগামী ৩রা মার্চ শুরু উচ্চ মাধ্যমিক ২০২৫-এর পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এ বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। ২০২৬ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
এদিকে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষাও শুরু হোল ১৫ ফেব্রুয়ারি। চলবে ১৮ মার্চ পর্যন্ত। প্রথম দিন ছিল ইংরাজি পরীক্ষা।
একই ভাবে দ্বাদশের পরীক্ষাও শুরু হলো ১৫ ফেব্রুয়ারি থেকে। সমস্ত বিষয়ের পরীক্ষার শেষ দিন ৪ এপ্রিল।
সিবিএসই-র দশম এবং দ্বাদশের পরীক্ষাগুলি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। বিভিন্ন বিষয়ের পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা বা দেড়টা পর্যন্ত। উল্লেখ্য, গত বছরও ১৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছিল সিবিএসই-র দশম এবং দ্বাদশের পরীক্ষা।