বাংলা মানেই লজ্জা!
সুদক্ষিণা মুখার্জী
দ্বাদশ শ্রেণি
“ইস কথায় কথায় এত বাংলা বলো পড়ে যে লোকে অশিক্ষিত বলবে”-এই যুগে বাংলার সম্মান এই টুকুই। বাংলা মিডিয়াম স্কুলের চেয়ে ইংলিশ মিডিয়াম এ পড়াটাই বেশি সম্মানের। অঙ্ক কে ‘math’, বাংলা কে ‘bengali’ বললে লোকে বেশি শিক্ষিত বলে। ইংরেজি ভাষায় কার্টুন বা ইংরেজি ম্যাগাজিন পড়া অভ্যাসটাই বেশি শিক্ষিত দেখাই। মানে বলা যেতে পারে বাংলা ভাষা অর্থাৎ আমাদের মাতৃভাষার অসম্মান করাটাই শিক্ষিত মানুষের লক্ষণ। এবার আসি আমার মন্তব্যে, আমার মাতৃভাষা আমার কাছে মায়ের সমান আমার কাছে মা এর অসম্মান আর বাংলা ভাষার অসম্মান এই দুইই সমান দুঃখদায়ক। যেমন মা ডাকের মত মধুর মাম্মাম শুনতে লাগেনা তেমনি বাংলা ভাষার জায়গা ইংলিশ নিতে অক্ষম। যুগ যায় হোক বাংলা যে অমর তা বাংলা সাহিত্য খুঁটিয়ে পড়লে বোঝা যাবে। এবং নিজের যে মাতৃভাষা মা এর সমান তাকে অবজ্ঞা করা যে মূর্খের কাজ তাও এক কালে ইংরেজিপ্রেমী বাঙালিরা বুঝবে।