আমার গ্রীষ্ম 

আবীর মুখার্জি

অষ্টম শ্রেণি, উখরা কুঞ্জবিহারী ইনস্টিটিউটশন 

এসেছে যে গ্রীষ্মকাল 

গরমে মানুষের খারাপ হচ্ছে হাল।


প্রকৃতি হয়ে উঠেছে গরম

দেহে জলের চাহিদাও বেড়েছে চরম।


ঠান্ডা পানীয় করছে সবাই পান

আরাম লাগছে ঠান্ডা জলে স্নান।


বৈশাখে থাকে কাঁচা,জ্যৈষ্ঠতে পাকে আম

সঙ্গে থাকে সবার প্রিয় সুস্বাদু জাম।


দিন হয় বড়ো, রাত হয় ছোটো 

খেলা হয় আরো,ঘুম হয় খাটো।


শুকনো পরিবেশে গরম বাতাস বয়

বিকেলের দিকে ঝড়-বৃষ্টি সহ কালবৈশাখী হয়।


গ্রীষ্মকালে স্কুল যে ছুটি থাকে

সমস্ত ছাত্রছাত্রীরা থাকে আনন্দে মেতে।


হাঁসফাঁস, অস্বস্তি যতই লাগুক সবার

তবুও গ্রীষ্মকাল খুবই পছন্দ আমার।