হাত জোড় করে বলছি 

চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

পরিবার সমাজ দেশ বাঁচাতে, সন্তানদের সুস্থ রাখতে 

হাত জোড় করে বলছি মনীষীদের জীবনী পড়াও। 

শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে, গৃহ শিক্ষক কি শেখাচ্ছেন 

সেগুলো ছাড়াও মা-বাবা মহাপুরুষদের শিক্ষা দাও।


মনে রাখবে মা-বাবারা দেশ দশের কথা না বললে 

সন্তান কখনোই শিখবে না গো জীবন গতিতে ছুটতে।

তাই সামান্য তেই ওরা অলস হয়ে সবকিছু ছেড়ে 

জীবন কাটাতে চাইবে তোমাদের ভুলে নির্জনে নিভৃতে!


প্রতিদিন গল্প করো শিশু বালক বালিকাদের নিয়ে 

দেশের কৃতি মানুষদের ছোটবেলাকার কথা।

দেখবে সন্তানদের প্রগতির পথ কত সুন্দর মসৃণ হবে

তাদের নিয়ে থাকবে না গো তোমাদের কোন মাথা ব্যথা।


কবিতা পড়াও, গল্প পড়াও, ওদের লেখাতে অভ্যাস করাও 

তাহলেই ওদের সৃষ্টি ক্ষমতা বেড়ে যাবে যে দ্রুত।

ওরাই আমাদের রবি নজরুল সুকান্ত বঙ্কিম শরৎচন্দ্র 

ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানে ওরা হবে দারুণ উপকৃত।


বাড়ির কাজ করতে শেখাও, সুস্থ দেহমনে স্বনির্ভর হবে 

বাইরের খাবার কম করে নিজেরা আনন্দে রান্না করো।

তোমার পরিশ্রমে ঘাম ঝরা কষ্ট না দেখলে সন্তানেরা 

কিভাবে মাথা উঁচু করে উন্নত হবে বলতে পারো?


তাই হাত জোড় করে বলছি শুধুমাত্র তোমাদের স্বার্থে 

বেশি বেশি কিছু দিও নাগো চাহিদা যোগানের সমতা হারাতে

অভাবের মধ্যে ওদের সংগ্রাম করতে শেখাতে পারলেই 

কেউ রুখতে পারবে না ভারতবর্ষের আদর্শ সন্তান হতে।