বসন্তের রঙ খেলা

দিয়া বাগ

দশম শ্রেণি, মোহনপুর হাই স্কুল

আকাশ জুড়ে রঙের খেলা

মন যে আজ রঙ মহলা,

দিকে দিকে রঙের মিছিল-

খুলে দেয় হৃদয়- খিল।


ওরে আয়রে তোরা, খেলবি যদি

সামিল হব এই খেলায়,

রাঙিয়ে নিয়ে গোটা শরীর-

ভিজব রে আজ এই বেলায়।


দোয়েল, কোয়েল, কোকিলরা সব

গানের আসর বসায় হেথায়,

মধুর সুরে বসন্ত রব

আমজনতার মন মাতায়।


মন রাঙিয়ে দুঃখ ভুলি

আবির খেলি নেচে গেয়ে

সবাই এসো, দুয়ার খুলি-

বসন্ত বেলা যায় বয়ে।