ছড়ালো পাড়াময়
ঝর্ণা মুখোপাধ্যায়
রাখাল ছেলে সারাটা দিন
ধান-শিশিরের মাঠে
সবুজ ছায়ায় খেলে পাখি
চান করে কেউ ঘাটে
আনমনা রোদ হঠাৎ কখন
মেঘের অন্ধকারে,
প্রকৃতির বুকে নানান দৃশ্য
আলো ছায়াদের আড়ে।
প্রজাপতি আর গঙ্গা ফড়িং
রোদের পিছে পিছে
ছেলেরা সব ঘরে ফেরে
শীত, গ্রীষ্মে ভিজে।
নামে যখন লাল সূর্য
পড়ে যখন ঢলে
আলপনারা সচল কতো
চলেছে কথা বলে।
তারপর যেই বকের সারি
উড়ে যায় ভি কেটে—
টুকরো টুকরো জমে আঁধার
দরজা জানলা এঁটে।
আকাশ জুড়ে ফুটল তারা
আলো আকাশময়
দীপের সাথে, ধূপের ধোঁয়া
ছড়ালো পাড়াময় ।