বিবেক জ্যোতি

অহংজিৎ বসু

শ্রেনী - অষ্টম, বর্ধমান পৌর বালক উচ্চ বিদ্যালয়

ভারতের সে বীর সন্ন্যাসী বিবেকানন্দ তাঁর নাম,

নত মস্তকে সারা বিশ্ব তাঁরে জানায় আজও প্রণাম।

শৈশবে ছিলেন খুব সাহসী, ছিলেন তিনি বীর,

পদব্রজে ঘোরেন ভারত উচ্চ রেখে শির। 

বৈভব সব ছাড়লেন তিনি শ্রী রামকৃষ্ণের আহ্বানে, 

বিশ্ব পেলো এক বীর সন্ন্যাসী শিকাগো সম্মেলনে। 

দিকে দিকে যখন যুদ্ধের দামামা, মানুষের বড় দুর্গতি,

শান্তির দূত হয়ে তুমি বিবেকানন্দ, 

জ্বালাও বিবেকের জ্যোতি॥‌