‘ছোটদের কথা’ পত্রিকার সম্পাদিকা কল্পনা সুর গত ৪ঠা ডিসেম্বর ‘না ফেরার দেশে’ চলে গেছেন। তিনি কিশোর জগৎ পত্রিকার সম্পাদক ধীরেন্দ্রনাথ সুরের স্ত্রী। তার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। কিশোর বাহিনী ও কিশোর জগৎ পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই।
‘ছোটদের কথা’ পত্রিকার সম্পাদিকা কল্পনা সুর গত ৪ঠা ডিসেম্বর ‘না ফেরার দেশে’ চলে গেছেন। তিনি কিশোর জগৎ পত্রিকার সম্পাদক ধীরেন্দ্রনাথ সুরের স্ত্রী। তার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। কিশোর বাহিনী ও কিশোর জগৎ পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই।
আমাদের থেকে নিয়ে বিদায়—
আমাদের প্রিয়জন চলে যায়—
সকলেই করে হায় হায়!
নাই নাই তিনি নাই!
চলে গেলেন অনেক দূর-
‘ছোটদের কথা’র কল্পনা সুর।
সব আজ লাগে বেসুর—
হৃদয় বেদনা পুর।
তাঁর স্মৃতি আছে আমাদের মাঝে—
সবাকার অন্তরে বিরাজে,
এই স্মৃতি সুধা হয়ে থাক,
বিচ্ছেদ বেদনা ভাষা পাক।
‘ছোটদের কথা’ চলুক নিরন্তর—
তাঁর মুখ স্মরে শুদ্ধ যে অন্তর।