‘ছোটদের কথা’ পত্রিকার  সম্পাদিকা কল্পনা সুর গত ৪ঠা ডিসেম্বর ‘না ফেরার দেশে’ চলে গেছেন। তিনি কিশোর জগৎ পত্রিকার সম্পাদক ধীরেন্দ্রনাথ সুরের স্ত্রী। তার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। কিশোর বাহিনী ও কিশোর জগৎ পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই।