“বছরের শেষ অধ্যায়”
চন্দ্রিকা
এই তো সেদিন লিখতে শুরু করলাম একটি নতুন অধ্যায় ;
আজ তার শেষ দিন,
বুনে ছিলাম অনেক স্বপ্ন, অনেক আশা কিছুটা আজ অপুর্ণ কিছুটা রঙিন।
ভেঙে পড়েছি বহুবার, জিতেছিও অনেকবার; আশা রেখেছি, ফুটবে ভোরের আলো, কেটে যাবে অন্ধকার।
নতুন দিন দেখেছি অনেক, কাটিয়েছি অনেক একা রাত,
তাকে ধন্যবাদ, যিনি আজও ছাড়েননি আমার হাত।
আবার একটি নতুন সূচনা, নতুন দিন, নতুন করে বাঁচার আশা,
বছর জুড়ে অটুট থাকুক বিশ্বাস আর ভালোবাসা।