পশ্চিম বর্ধমান জেলা কিশোর বাহিনী
কিশোর বাহিনী পশ্চিম বর্ধমান জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হোল ১৯ জানুয়ারি ২০২৫ অণ্ডালের নবগ্রামে। প্রতিযোগিতার ছবি সহ ফলাফলের তালিকা ফেব্রুয়ারি সংখ্যায় প্রকাশিত হবে।
দুর্গাপুর ২ পশ্চিম অঞ্চল সমন্বয় কমিটি
দুর্গাপুর ২ পশ্চিম অঞ্চল সমন্বয় কমিটির অন্তর্গত ৬ টি শাখা থেকে ২১৬ জন ভাই-বোন ও সংগঠক সদস্যদের নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হলো ৫ ই জানুয়ারি পলাশডিহা কিশোর বাহিনীর শাখা তে, পলাশডিহা কিশোর বাহিনী ও পলাশডিহা তরুণ সংঘের ব্যবস্থাপনায়। এদিন বাহিনীর পতাকা উত্তোলন করেন জেলা কমিটির প্রধান পরিচালক শ্রী নিরঞ্জন পাল। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ (প্রাক্তন ফুটবলার) শ্রী শুভাশিস মাইতি। উপস্থিত ছিলেন জেলা কমিটির বরুণ দে, সোমনাথ হাজরা, মিহির মজুমদার, সাধন সামন্ত, সম্পা দে লিপিকা পাল ববিতা কর্মকার কল্যাণ দে। এছাড়া উপস্থিত ছিলেন অঞ্চলে কমিটির সঞ্জীব চক্রবর্তী ও অন্যান্য সদস্যরা। বিজয়ীদের পুরস্কার তুলে দেন তরুণ সংঘ ক্লাবের উপদেষ্টা চন্দ্রনাথ সামন্ত ও ক্লাব কমিটির অন্যতম সদস্য সুমিত বাউরী এবং জেলা ও অঞ্চল কমিটির বিভিন্ন সদস্যরা। এদিন বিকেলে জেলা যোগব্যায়াম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন জেলা মুখ্য সংগঠক প্রবোধ মন্ডল, সুমন দত্ত, উল্লাস কর দে, অর্পিতা দত্ত, সমীর বিশ্বাস।
গঙ্গাসাগরে রাজ্য স্বেচ্ছাসেবক শিবির
১০ই জানুয়ারি গঙ্গাসাগরে শুরু হোল কিশোর বাহিনীর রাজ্য সংগঠক স্বেচ্ছাসেবক শিবির। বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজ্য কার্যকরী পরিষদের প্রধান পরিচালক শ্রী তাপস মজুমদার শিবিরের সূচনা করেন। শপথ বাক্য পাঠ করান রাজ্য কার্যকরী পরিষদের মুখ্য সংগঠক শ্রী পীযুষ ধর। এছাড়াও উপস্থিত ছিলেন সহ মুখ্য সংগঠক দীপক রায় ও রাজ্য কোষাধ্যক্ষ শ্রীমতি রেখা দত্ত, কল্যাণ দে এবং রাজ্য কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। প্রায় শতাধিক বাহিনীর সদস্যদের নিয়ে এই শিবির চলে ১৭ তারিখ রাত পর্যন্ত। গঙ্গাসাগরে আগত সমস্ত মানুষকে সেবা প্রদান করবার জন্য এই শিবির অনুষ্ঠিত হচ্ছে বিগত ১৯৮৯ সাল থেকে।
কিশোর বাহিনী অন্ডাল
১৮ই জানুয়ারি সম্পন্ন হল কিশোর বাহিনী অন্ডাল অঞ্চলের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা ১৯শে জানুয়ারি জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উপস্থিত ছিলেন জেলা কার্যকরী পরিষদের সদস্য মিহির মজুমদার ,এলাকার শিক্ষক রবীন্দ্রনাথ পাল, বিজ্ঞান মঞ্চের কর্মী রবিউল ইসলাম সহ গ্রামের বহু বিশিষ্ট ব্যক্তিগণ।
কিশোর বাহিনী দুর্গাপুর ইস্পাত
১২ই জানুয়ারি অনুষ্ঠিত হোল কিশোর বাহিনী দুর্গাপুর ইস্পাত পরিচালিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। ক্ষুদিরাম অ্যাথলেটিক্স ক্লাবের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেয়। এই প্রতিযোগিতায় কিশোর বাহিনী র পতাকা উত্তোলন করেন ইস্পাত অঞ্চলের প্রধান পরিচালক গঙ্গেশ মল্লিক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার প্রধান পরিচালক নিরঞ্জন পাল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রখ্যাত অর্থোপেডিক সার্জেন ড. দীপঙ্কর সেন। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ছোটদের নিয়ে কাজ করা এবং সমাজ গঠনে এই উদ্যোগের কি ভূমিকা তা নিয়ে আলোচনা করে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্যা শম্পা দে ও অঞ্চলের ক্রীড়া বিভাগের দায়িত্বে থাকা জেলা কিমিটির সদস্য সমীর বিশ্বাস। উপস্থিত ছিলেন সবপেয়েছির আসরের পক্ষ থেকে নিত্যানন্দ ভট্টাচার্য্য, ক্ষুদিরাম ক্লাবের পক্ষ থেকে অধীর চৌধুরী, দেবব্রত ঘোষ সহ অঞ্চল কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এই প্রতিযোগিতার সফল প্রতিযোগীরা জেলা প্রতিযোগিতায় অংশ নেয়।
কিশোর বাহিনী দুর্গাপুর ২
১২ই জানুয়ারি সম্পন্ন হল কিশোর বাহিনী দুর্গাপুর ২ পূর্ব অঞ্চলের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। পতাকা উত্তোলন করেন জেলা প্রধান পরিচালক নিরঞ্জন পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সগড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব চট্টোপাধ্যায়। মোট ১৬৭ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা জেলা প্রতিযোগিতায় অংশ নেয়।
কিশোর বাহিনী জামুড়িয়া
১২ই জানুয়ারি অনুষ্ঠিত হল কিশোর বাহিনী জামুড়িয়া অঞ্চলের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। জামুড়িয়া অঞ্চলের ইকড়া শাখায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা মুখ্য সংগঠক প্রবোধ মণ্ডল, জেলা কমিটির সদস্যা ক্ষমা মণ্ডল, টুম্পা বাউরী সহ অন্যান্য সংগঠকবৃন্দ।