আল্লা-ভগবান
অসীম ঘোষ
আল্লা-ভগবান একই নাম,
একই সেলাম-প্রণাম।
হিন্দু-মুসলিম একই জাতি,
জীব জগতের এক প্রজাতি;
মানুষ নামের শ্রেষ্ঠ জীব—
মানবতার রঙে সজীব।
আলাদা ধর্ম, এক রক্ত,
একই স্রষ্টা, একই ভক্ত।
ভিন্নতা শুধু রীতি-নীতির—
আজ দরকার মানব প্রীতির।
আজান-নামাজ-পূজা-হরিনাম—
ঠাকুর ডাকার ভিন্ন নাম।
একথা বোঝেনা ভক্তপ্রাণ—
যে জন আল্লা, সেই ভগবান।
আল্লা-ভগবানে নেইকো ভেদ—
মানুষে-মানুষে কেন বিভেদ?
হিন্দুই হও, মুসলিমই হও,
লাল রক্তই শরীরে বও।
ছুঁড়ে ফেলে দাও ঠুনকো আচার,
ছোঁওয়া-ছুঁয়ি আর বাছ-বিচার।
মুসলিম তুমি হিন্দুর ভাই—
তোমাদের মধ্যে সম্প্রীতি চাই।