জাগেন
শীতল চট্টোপাধ্যায়
বর্ণ চিনি, বর্ণ শিখি
বর্ণ লিখি বর্ণ দেখে,
যে বই বর্ণপরিচয়কে
বিদ্যাসাগর গেছেন রেখে।
পথ গড়েছেন মাটিতে নয়
মন থেকে তাঁর সমাজ মনে,
অন্ধ নানা কুসংস্কার
গেছে তখন বিসর্জনে।
কষ্ট পেয়ে কষ্ট জেতার
জীবন জয়ী বিদ্যাসাগর,
মাইল ফলক সংখ্যা থেকে
অঙ্ক শেখার যাঁর মনে জোর।
ঈশ্বর, চন্দ্র, বিদ্যা, সাগর
চার মিলে যায় সেই একজনে,
তিনিই মানব ঈশ্বরেতে
জাগেন শিশুর অ, আ’র মনে।