দুর্গাপুর ইস্পাত অঞ্চলের সাংগঠনিক কর্মশালা
দুর্গাপুর ইস্পাত অঞ্চলেরও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হল ২৮শে জুলাই সৃষ্টি কিশোর বাহিনীর মাঠে। অঞ্চলের তিনটি শাখা থেকে ২২ জন সংগঠক এই কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় সভাপতিত্ব করেন পূর্বতন অঞ্চল সমিতির প্রধান পরিচালক কালীশঙ্কর ব্যানার্জী। উদ্বোধনী ভাষণে অঞ্চল সমিতির মুখ্য সংগঠক সুমন দত্ত সাংগঠনিক কর্মশালার গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়টি ব্যাখ্যা করেন। এছাড়াও তিনি বিগত দুই বছরে অঞ্চল পরিষদের কর্মসূচী, সাফল্য ও খামতিগুলোর বিষয়ে বিশদে বলেন। কর্মশালায় উপস্থিত প্রত্যেক সদস্য সংগঠনের বিষয়ে, সংগঠনের বিস্তারের বিষয়ে তাদের সুচিন্তিত বক্তব্য রাখেন। সবার শেষে জেলার প্রধান পরিচালক নিরঞ্জন পাল তাঁর বক্তব্য রাখেন এবং উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই কর্মশালায় জেলা প্রধান পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কল্যাণ দে ও শম্পা দে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালাটি শেষ হয়।