দুর্গাপুর ২ পশ্চিম সাংগঠনিক কর্মশালা

দুর্গাপুর ২ পশ্চিম অঞ্চলের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল ১৪ ই জুলাই নেতাজী নগর কল্যাণ সংঘ ক্লাব প্রেক্ষাগৃহে। অঞ্চলের ছটি শাখা থেকে বাহান্ন জন সংগঠকদের নিয়ে এই কর্মশালা শুরু হয় দুপুর তিনটেয় বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।

সংগঠকদের শপথ বাক্য পাঠ করান জেলা ও অঞ্চল কমিটির অন্যতম সদস্যা সম্পা দে। অনুষ্ঠানের শুরুতেই অঞ্চল কমিটির আহ্বায়ক কল্যাণ দে এই কর্মশালার উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দিয়ে আগামী কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণের শপথ নেওয়ার আহ্বান জানান।  উপস্থিত ছিলেন জেলা প্রধান পরিচালক নিরঞ্জন পাল মুখ্য সংগঠক প্রবোধ মন্ডল এবং রাজ্য মুখ্য সংগঠক শ্রী পীযুষ ধর এবং এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও অঞ্চল কমিটি বরুণ দে, ববিতা কর্মকার, লিপিকা পাল, সাধন সামন্ত, দেবব্রত পাল, অর্ণব ঘোষ ও অন্যান্য সদস্যরা। প্রবোধ মন্ডল উদ্বোধনী ভাষণে সংগঠনকে আরো সংঘটিত করে আগামী দিনের বিভিন্ন প্রকার কর্মসূচির রূপায়নের পরিকল্পনা কিভাবে করা যায় তার দিশা ব্যাখ্যা করেন। কর্মশালায় প্রধান বক্তব্য রাখেন পীযুষ ধর, তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসে কিশোর বাহিনীর ভাবনা ও আগামী দিনের পরিকল্পনা। অঞ্চলের সমস্ত শিশুদেরকে কিভাবে কিশোর বাহিনীর ছত্রছায়ায় আনা যায় তার পরিকল্পনা করে দিয়ে আগামী তিন মাসের নির্দিষ্ট সময়সীমার পর পুনঃ মুল্যায়ন করবার সংগঠকদের কাছে অনুরোধ করেন। সাথে সাথে শাখা গুলিকে শুধুমাত্র মাঠ ভিত্তিক না করেও কিভাবে অল্প সংখ্যক শিশুদেরকে নিয়ে একটি শাখা করা যায় তারও দিশা দেখান। উপস্থিত সমস্ত সংগঠকরাই আগামী কর্মসূচি গুলি কে সুষ্ঠ ভাবে সফল করার  পরিকল্পনা গ্রহণ করবার শপথ গ্রহণ করেন।