স্মরনীয় স্বাধীনতা

আবীর মুখার্জি

শ্রেণি - সপ্তম, উখরা কুঞ্জবিহারী  ইনস্টিটিউশন

স্বাধীনতা মানে পরাধীনতা নয়

স্বাধীনতা পেলে থাকে না বন্দি থাকার ভয়।

আমাদের দেশের স্বাধীনতা ১৯৪৭ সালের 

১৫ ই আগস্ট, আমরা সবাই জানি।


ঐ দিন আমার ভারত মায়ের 

মুছে গিয়েছিল সব গ্লানি।

হয়েছিলেন তিনি এই দিন স্বাধীন

ছিল না তার আর ভয়, থাকতে পরাধীন।


সেই কবে ইংরেজরা 

এসেছিল বণিকের বেশে

অত্যাচার করতে শুরু করেছিল 

তারা ভারতে এসে।


বন্দি হওয়া পাখি 

হয়ে গিয়েছিল ভারতবর্ষ

ভারতবাসীর কষ্ট দেখে 

ভারতমায়ের ছিল না কোনো হর্ষ।


এইরকম অবস্থা চলার পর

জেগে উঠেছিল সমস্ত ভারতবাসী,

সংগ্রাম করেছিল তারা সঙ্গে নিয়ে 

কত ত্যাগ, কত ফাঁসি।


এভাবেই একদিন ইংরেজদের হারিয়ে

জাতীয় পতাকা তুলেছিল ভারতবাসী,

অনুভূতির চোখে দেখেছিল তারা 

ভারতমায়ের মুখ ভরা হাসি।


গেরুয়া,সাদা ও সবুজ রঙে 

ভারত উঠেছিল ভরে।

‘বন্দেমাতরম’ বলেছিল দেশবাসী 

হর্ষে আর জোরে জোরে।


এই সুর এখনও ভেসে 

আসে ভারতবাসীর কানে। 

জুড়িয়ে যায় এই সুর 

আমাদের মনে ও প্রাণে।


বয়ে নিয়ে যায় কত আবেগ,

কত দেশপ্রেম, কত সম্মান।

ভারতের স্বাধীনতা হল ভারতমায়ের 

সন্তানদের অবদান।