নেতাজী সুভাষ

মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় 

বাংলার বীর উন্নত শির পৃথিবীর চির বিস্ময়

নেতাজী সুভাষচন্দ্রের নামে জয়নাদ ওঠে দেশময়। 

তরুণ রক্তে হিল্লোল জাগে যৌবনে বাজে কোন সুর

এগিয়ে চলার শপথ মন্ত্রে সবার হৃদয় ভরপুর। 


নেতাজী সুভাষ বাংলার শ্বাস মহাভারতের গৌরব 

দিকে দিকে তার ছড়িয়ে পড়েছে শৌর্য শক্তি সৌরভ। 

দিল্লী চলো ও জয়হিন্দ ধ্বনি মেদিনী করেছে কম্পমান 

আমরা শুনেছি মুক্তিযজ্ঞে আত্মাহুতির আহ্বান। 


ব্রিটিশ হটেছে পরাজয় মানি মুক্ত স্বাধীন দেশ তো

স্বরাজ পেয়েছি তবুও শোষণ লাঞ্ছনা নয় শেষ তো। 

অত্যাচারীর শাসন খড়্গে জনতার প্রাণ অস্থির

নেতাজীর নামে মহাসংগ্রামে আজও মাথা তুলে লাখো বীর। 


সূর্যোদয়ের স্বপ্নে দু-চোখ রঙিন এবং উজ্জ্বল

সব সমানের দেশ গঠনের বুকে পেতে চায় আজি বল। 

নেতাজীর নামে কঠিন শপথে তরুণ শক্তি জাগছে

সামনে লড়াই রণ প্রাঙ্গণ রক্তের ঢেউয়ে ডাকছে। 


নেতাজী নেতাজী নেতাজী নামের অগ্নিমন্ত্র গর্ব 

এ নাম সবার মাতৃমুক্তি যুদ্ধের খর খড়্গ।