ষষ্ঠ শ্রেণি, উখরা কুঞ্জ বিহারী ইনস্টিটিউশন
আসছে পূজো সবাই আছে মাতোয়ারা
আনন্দে সবাই হয়ে গিয়েছে দিশাহারা।
কাশফুলে ছেয়ে গেছে মাঠ-ঘাট
চারদিকে বসেছে অগাধ খুশির হাট।
সবাই ব্যস্ত পুজোর কেনাকাটায়
বাড়ি থেকে পুরোনো জিনিস করছে ছাটায়।
কুমোরটুলিতে মন্দিরে, মিস্ত্রি ঠাকুর গড়ছে
বাচ্চারা সবাই তাকে ঘিরে বসেছে।
মহালয়ার দিনে, রঙের গন্ধে তুলির টানে
ফোটানো হয় মায়ের চোখ,
অপেক্ষায় আছি সবাই দেখার জন্য
মায়ের মিষ্টি মুখ।
আর কিছুদন অপেক্ষার পরে
মা আসবেন নিজের ঘরে,
পুজো কাটাব সবাই,
খুব মজা করে।