শরৎ মেয়ে শরৎ মেয়ে আলোর মত আসে
কাশের বনে দোদুল হাওয়ায় স্বপ্ন ছবি ভাসে,
ফুলের মতন নদীর মত হরেক রকম ছবি
শরৎ মেয়ে আলোর পরী হাসে খুশির রবি।
শরৎ এলে আকাশ বাতাস ঢেউ খেলে যায় সুখে
সুঘ্রাণেতে ভরছে ভুবণ মায়ের আশিস বুকে,
মুক্ত প্রাণে নাচ্ছে পাখি হাসছে ফুল ও ফল
নাচ্ছে কেমন গাছেরা সব বাড়ছে বুকের বল।
শরৎ মেয়ে আশিন মাসে আসে বাপের বাড়ি
মেঘের দেশে মেঘপরীরা ছড়ায় আলোর জড়ি,
শরৎ মেয়ে এলে কেমন উথাল-পাতাল মন
দীপজ্বেলে দিই আনন্দেতে হাসছে খুশির ভুবন।
শরৎ মেয়ে শরৎ রানী সাজায় মনের মত
শরৎ মেয়ে দুর্গা মাযে ঘুচায় দগ্ধ ক্ষত,
আমার তোমার সবার তরে শান্তি প্রেম ছড়ায়
বিশ্ববাসী দুহাত ভরে মায়ের আশিস কুড়ায়।