বাংলায় নেই আর বাংলা
নেই আর সেই কলকাত্তা
জোড়াসাঁকো, শিমূলিয়া চিনিনা,
বেলেঘাটা পাচ্ছেনা পাত্তা ।
নেই সেই ‘সুজলাং সুফলাং’
দেশ উজ্জীবনের মন্ত্র
খুঁজে পেতে বাংলাকে যেন আজ
চায় অনুবীক্ষণ যন্ত্র ।
‘ছিপখান তিন দাঁড়, তিনজন
মাল্লা’র অপরূপ ছন্দ
বাংলার দরজায় ছাড়ে হাঁফ,
দরজা যে বিলকুল বন্ধ ।
নেই আর জাতকের গল্পও
হারিয়ে গিয়েছে বোধিবৃক্ষ ,
ভেতর-তো শূণ্যই পুরো আজ
বাইরেই শুধু চাকচিক্য ।
‘হ র ব র ল’র সেই উদ্ভট
আর সেই আজগুবি রাজ্যে
ঢুকতে চায় না কেউ সহজে
আনতেও চাচ্ছে না গ্রাহ্যে ।
আসলে করছে রাজ ইংলিশ,
চাই সব তারই অনুকম্পা
কে জানে কোথায় গেলো সাতভাই,
এবং তাদের বোন চম্পা ।
বিনম্র নিবেদন করে তাই
হাঁদা-ভোঁদা আর বুড়ো আংলা
দাওনা ফিরিয়ে ফের বন্ধু
সাত পুরুষের ধন বাংলা ।