আমের গাছে আমড়া ধরে কেমন করে হয়,
বাদলজ্যাঠা বললো এসে পাচ্ছি ভীষণ ভয়।
চুলকে মাথা ছিঁড়লো কাঁথা বিজ্ঞানীদের দল,
সবাই মিলে যুক্তি হলো দেখতে যাবো চল্।
সেরার সেরা জ্ঞান বিজ্ঞানে ফজর আলি ভাই,
হাতটা ধরে বললো জ্যাঠু তোমার আসা চাই।
কড়া নজর ফজর আলির ঝাঁকড়া আমের গাছে,
পাতলা সুতোয় সূক্ষ্ম করে আমড়া বাঁধা আছে।
খিঁচিয়ে বলে প্যাংলা মতন বিজ্ঞানীদের দাদু,
কাটান ছানি নিজের চোখের নইলে সবই জাদু।
আবছা দেখে গামছা গলায় ভাবেন অতশত,
পাগল চেঁচায় ছাগল ঘাড়ে ধ্যুৎ তেরি সব যত!
লজ্জা পেয়ে শয্যা নিল খায়নি জ্যাঠা ভাত,
বুঝতে পারে এসব কাজে ছোট নাতির হাত।