কিশোর বাহিনী সবুজ প্রাণের দল
দেশকে জোগায় শক্তি, সাহস, উজ্জীবনের বল।
কিশোর বাহিনী গেয়ে যায় শুধু জীবনের জয়গান
কিশোর বাহিনী শিশু-কিশোরের সবুজ, সতেজ প্রাণ।
অন্যায় আর অত্যাচারের যত অনাচার আছে
কোনো ভয় নাই, জেনো নিশ্চয় কিশোর বাহিনী আছে।
মানুষ গড়ার মন্ত্র দিয়ে সে গড়বে নতুন দেশ—
দূর হবে সব হিংসা ও পাপ, যত আছে বিদ্বেষ।
তাই বলি আজ কিশোর-কিশোরী, ছোট্ট সোনার দল
এসো এসো মাঠে, গড়ে তোলো সবে বীর সেনানীর দল।
শিক্ষা, স্বাস্থ্য, সেবা, দেশপ্রেম আর বিশ্বমৈত্রীর বাণী
তোমরা শোনাবে জগৎসভায়, দেশকে করবে রানী।